সাটুরিয়ার জনসেবা / এস বি লিংক বাস সার্ভিসের উপর বিরক্ত নয় এমন লোকের সংখ্যা কমই আছে। এর পরও আমরা কিছু বলতে পারি না করন এই রুটে একটি মাত্র বাস সার্ভিস থাকার কারনে। কিছু বলতে না পারি অন্তত সকলকে জানাতে তো পারি এস বি লিংক কিভাবে সাটুরিয়ার যাত্রীদের কাছথেকে ভাড়া বেশি নিচ্ছে।

গাবতলি থেকে কাউলিপাড়া পর্যন্ত ভাড়া ৬৫ টাকা এবং কাউলিপাড়া থেকে সাটুরিয়ার ভাড়া ৫ টাকা। সুতরাং গাবতলি থেকে সাটুরিয়া বা সাটুরিয়া থেকে গাবতলীর ভাড়া হয় ৭০ টাকা কিন্ত এস বি লিংক নিচ্ছে ৭৫ টাকা। এখান থেকে বুঝা যায় এস বি লিংক সাটুরিয়ার যাত্রীপ্রতি ৫ টাকা ভাড়া বেশী নিচ্ছে। এখন একটু হিসেব করে দেখা যাক প্রতিদিন এস বি লিংক কত টাকা বেশি নিচ্ছে। যদি ৫০ জন যাত্রী থাকে তাহলে এস বি লিংক বেশি ভাড়া নিচ্ছে ৫০*৫ = ২৫০ টাকা। প্রতি ১০ মি: পর পর যদি গাড়ি ছাড়ে তাহলে ঘন্টায় গাড়ী ছাবে ৬ টি। এস বি লিংক চলে ভোর ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত সুতরাং গাড়ি চলে ২৪ ঘন্টায় ১৫ ঘন্টা তারমানে একপাশ থেকে গাড়ী চলে ১৫*৬ = ৯০ টি এবং দুই পাশথেকে চলে ৯০*২ = ১৮০ টি গাড়ি বা টিপ। তাহলে প্রতিদিন এস বি লিংক সাটুরিয়ার যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে ১৮০*২৫০ = ৪৫,০০০ টাকা। ১ মাসে (৩০দিনে) বেশি নিচ্ছে ৪৫,০০০*৩০ = ১৩৫০,০০০ টাকা। ১ বছরে ( ১২ মাসে) ভাড়া বেশি নিচ্ছে ১৩৫০,০০০*১২ = ১,৬২,০০,০০০ টাকা ।( গাড়িতে যাত্রী কম বেশি হলে এই টাকার পরিমান কম বেশি হতে পারে।)
[বি:দ্র: এখনো কি বলে দিতে হবে কিভাবে ভাড়া ৭০ টাকা দেবেন]
0 comments:
Post a Comment