মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এড তারানাহালিম এম.পি ধলেশ্বরী ও কালিগংঙ্গার ভাংগন পরিদর্শন করেন।



মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এড তারানাহালিম এম.পি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আগদিঘুলিয়ার আগদিঘুলিয়ার ধলেশ্বরী ও কালিগংঙ্গার ভাংগন কবলিত অসহায় মানুষদের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন এবং রাস্তা ঘাট, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল,মসজিদ, মন্দির,বাজার ইত্যাদি পরিদর্শন করেন।

ধলেশ্বরী ও কালিগংঙ্গা কেড়ে নিয়েছে শতাধিক বাড়ী। বিলীন হয়েগেছে সড়ক, ফসলি জমি বাসঝাড়। হুমকির মধ্যে আছে ৪ টি উচ্চ বিদ্যালয়, ৩ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি মাদ্রাসা, ২ টি বাজার, বড় ব্রীজসহ কবর স্থান।

প্রতিমন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন অচিরেই এই এলাকায় নদী বাধের কাজ শুরু হবে যাতে আর একটি স্থাপনাও নদীগর্ভে বিলীন না হয়ে যায়।

তারিখ: ১৪ জুলাই ২০১৭



 

Share on Google Plus

About মানিকগঞ্জ বার্ত

0 comments:

Post a Comment