আমাদের যখন মানিব্যাগ/পার্স হারিয়ে যায় তখন আমরা টাকার চেয়ে
পার্সে /মানিব্যাগে রাখা গুরুত্ত্বপূর্ন জিনিসের জন্য বেশি কষ্ট পাই্। হ্যা সত্যিই
তাই আমাদের জীবনে এমন অনেক কিছুই থাকে যা টাকার চেয়েও মূল্যবান হয়। ঠিক তেমনি আমাদের
স্মার্ট ফোন, লেপটপ যখন হারিয়ে যায় এবং মেমরি কার্ড, পেনড্রাইভ, হার্ডডিক্স, যখন নষ্ট
হেয়ে যায় তখন এই সকল ডিভইসে থাকা গুরুত্ত্বপূর্ন ফাই, ইমেজ, গান, মুভি, ইত্যাদি হাজারও
ফাইলের জন্য বেশি কষ্ট লাগে। আর যারা প্রফেশনাল তাদের কাছে ডিভইসের চাইতে ফাইল-গুলোই
সবচেয়ে গুরুত্ত্বপূর্ন।
তাই কোন দূর্ঘটনা ঘটার আগেই আমাদের ব্যাকআপ রাখা উচিৎ। এখন
প্রশ্ন হল কোথায় রাখব? হ্যা আমরা ইচ্ছে করলেই আমাদের সকল ফাইল অনলাইনে ফ্রি স্টোরেজ
করে রাখতে পারি। যদি ডিভইস হরিয়ে বা নষ্ট হয়েও যায় তারপরেও আমরা আমাদের গুরুত্ত্বপূর্ন
ফাইলগুলোকে অনলাইনে নিরাপদে স্টোরেজ করে রাখতে পারি। এমন ৮টি ফ্রি অনলাইন স্টোরেজ সাইটের
সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা ১৩০ জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারবেন।
১। Google Drive: এখানে ১৭ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ করে রাখা যায়। এটা google এর একটি চমৎকার সার্ভিস । বিস্তারিত জানতে Google Drive visit করুন অথবা কমেন্টস করুন।
![]() |
| Googel Drive |
২। Dropbox: এখানে আপনি ২ জিবি ফ্রি স্পেস পাবেন। কিন্তু আপনি
আপনার রেফারেল দিয়ে ১৬ জিবি পর্যন্ত স্পেস বাড়িয়ে নিতে পারেন। এবং আপনি যদি কারো রেফারেলে
একাউন্ট করেন তাহলে আপনি 500MB একস্ট্রা স্পেস পাবেন। তাছারাও Dropbox এর রয়েছে বিভিন্ন
সুবিধা। এর সুবিধা/ এডভান্স ব্যাবহার পরের লেখায় পাবেন।
![]() |
| Dropbox |
৩। Media Fire: এখানে ১৪ জিবি ফ্রি পাওয়া যাবে। Media Fire
এ রেফারেল দিয়ে আপনি সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত স্পেস বাড়িয়ে নিতে পারেন।
![]() |
| Media Fire |
৪। i-Cloud: I-phone, Mac ব্যবহারকারীরা পাবেন ১ জিবি ফ্রি
অনলাইন স্পেস। windows ব্যাবহারকারীরাও এই ১ জিবি ফ্রি স্পেস ব্যবহার
করতে পারবে। একাউন্ট আপগ্রেড করে এই স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। বিস্তারিত জানতে visit করুন।
![]() |
| i-cloud |
৫। One Drive/SkyDrive: এটি Microsoft এর অনলাই স্টোরেজ সার্ভিস।
এখানে আপনি পাবেন ১৫ জিবি। রেফারেলের মাধ্যমে One Drive এর স্পেস বাড়িয়ে নেওয়া যায়।
![]() |
| One Drive |
৬। Mega: জেনে খুশি হবেন যে Mega আপনাকে দিচ্ছে ৫০ জিবি ফ্রি
অনলাইন স্টোরেজ। সাধারন ব্যবহারকারীদের জন্য ৫০ জিবি যথেষ্ট।
![]() |
| Mega |
৭। Box: এটিও একটি ফ্রি অনলাই স্টোরেজ সাইট এখানেও ৫ জিবি ফ্রি
স্পেস পাওয়া যাবে।
![]() |
| box |
৮। hubiC: এটি একটি চমৎকার স্টোরেজ সাইট এখানে ২৫ জিবি ফ্রি
স্পেস পাওয়া যাবে।
![]() |
| hubiC |
ফ্রি অনলাইন স্পেস ব্যবহার করুন, আপনার ডিভাইসের ফাইল, ইমেজ,
গান, মুভি সহ সকল গুরুত্ত্বপূর্ন ফাইল নিরাপদ রাখুন।
[বি:দ্র: আমাদের লেখা যদি আপনার ভাললাগে তাহলে সাবস্ক্রইব/কমেন্টস
করুন]








0 comments:
Post a Comment