১ ঘন্টায় পকেট খরচ ইনকাম



ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অনলাইনে ইনকাম, ঘড়ে বসে ইনকাম ইত্যাদি শব্দ /শব্দগুচ্ছের সাথে আমরা খুব পরিচিত। মুখে বলা যত সহজ কিন্ত বাস্তবে এত সহজ নয়। কিন্ত সঠিক পথে হাটলে ইনকাম করাটা কঠিন কিছুও নয়।


   


 “ দিনে মাত্র ১ঘন্টা কাজ করে পকেট খরচ ইনকাম করতে পারেন”


আমার লেখাটি কাদের জন্য:
  1. সম্পূর্ন নতুনদের এবং যাদের পকেট খরচ ইনকাম করা প্রয়োজন তাদের জন্য।
  2. যারা ফেসবুকে অযথা সময় নষ্ট করেন তাদের জন্য। 
  3. যারা শুধুমাত্র ব্রাউজ করতে পারেন 
এবং যে সকল ছাত্র-ছাত্রীরা মনে মনে চাচ্ছেন পকেট খরচটা যদি ইনকাম করা যেত তাদের জন্য এই লেখা----ইউরোপের দেশগুলোতে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং যখন তাদের লেখাপড়া শেষ হয় তখন তারা ৪-৫ বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে পারে সুতরাং তাদের চাকুরী পেতে খুব একটা অসুবিধা হয় না। কিন্ত আমাদের দেশে এর উল্টো ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও মনে করেন আগে লেখা পড়া শেষ করবে তার পর চাকুরী-বাকরী। যদিও আমাদের দেশে ছাত্র-ছাত্রী দের জন্য খুব সামান্নই পার্টটাইম কাজের ব্যাবস্থা আছে। যদি পিতা-মাতার উপর অতিরিক্ত চাপ কমাতে চান বা পকেট খরচ ইনকাম করতে চান, তাহলে আর অলস সময় নষ্ট না করে লেখা-পড়ার পাশাপাশি কাজ শুরু করে দিন। এই ইনকাম দিয়ে চলতে থাকুন এবং ফ্রিল্যাসিং এর এডভান্স কাজ শিখুন। দেখবেন চাকুরীর জন্য কারও কাছে ধন্না ধরতে হবে না।


যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন কাজ করবেন তাহলে সময় নষ্ট না করে একাউন্ট খুলে ফেলুন।




[বি:দ্র: যদি কাজ করতে আগ্রহীদের আনাগুনা দেখা যায় তাহলে এই সাইডের বিস্তারিত লিখব। কিভাবে ইনকাম করতে হবে, কি কি বেনিফিট পাবেন , কিভাবে কাজ করবেন ইত্যাদি। আর এর জন্য আগ্রহীরা কমেন্টস করতে ভুলবেন না।]










Share on Google Plus

About মানিকগঞ্জ বার্ত

2 comments:

  1. মানিকগঞ্জ বার্তা ব্লগটি দেখে ও পড়ে ভাল লাগলো।
    ধন্যবাদ
    আরো কিছু চাই।

    ReplyDelete