কর্মসংস্থানের সুযোগ সহ সম্পূর্ন ফ্রিতে ফ্রিল্যান্সিং ট্রেনিং




এবার আর ৭-১০দিন নয়। ৫০দিনের ২০০ঘন্টার ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং করানো হবে সরকারের উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে। সারাদেশেই এ ট্রেনিং কাযক্রম একযোগে শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে। আজ থেকে রেজিঃ কাযক্রম শুরু করে দিতে পারেন সবাই।
মিনিমাম এইচ.এস.সি পাশ যেকোন স্টুডেন্ট এ ট্রেনিং নিতে পারবেন।



♦ কোর্স সমূহ:
- গ্রাফিক ডিজাইন
- ডিজিটাল মার্কেটিং
- ওয়েব ডিজাইন
প্রতিটা কোর্সটি দুইভাগে ভাগ করা হয়েছে। ১ম ১০০ ঘন্টা বেসিক, পরের ১০০ঘন্টা অ্যাডভান্স ট্রেইনিং।
এর সাথে আবার প্রতি ১০০ঘন্টার সাথে যুক্ত থাকবে ২৫ঘন্টার সফট স্কীল কোর্স (আউটসোর্সিং করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোর্স)
একজন যে কোন একটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

♦ কিভাবে করবেন?
- নিচের লিংকে গিয়ে রেজিঃ ফরম পূরন করুনঃ http://ledp.ictd.gov.bd/
- ফরমটি পূরন করার পরের স্টেপে প্রশ্ন পাবেন, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলে, আপনি রেজিঃ ১ম ধাপ পূর্ণ করলেন।
- এরপর আপনি যে জেলা থেকে পূরন করেছেন, সেই এলাকাতে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারাই আপনাকে ১০দিনের মধ্যে ইন্টারভিউতে ডাকবেন। সেই ইন্টারভিউতে পাশ করলেই আপনি এ কোর্সটি করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।


" ফ্রিল্যান্সিং করতে হলে শিখতে হবে। শিখতে হলে ফ্রিল্যান্সিং স্কুলের সাথে সংযুক্ত থাকুন।জানতে পারবেন, শিখতে পারবেন।"


সংগৃহিত: Md Ekram
Share on Google Plus

About মানিকগঞ্জ বার্ত

2 comments:

  1. স্যার আমি অনলাইনে আবেদন করেছি। আমার কে ১০ দিনের মধ্যে যদি না ডাকে তাহলে আমি কি করতে পারি।

    ReplyDelete
  2. এই কোর্সটি এখন বন্ধ আছে। আবার যখন চালু হবে তখন আপনাকে অবশ্যই ডাকবে। কবে চালু হবে সেটা বলা যাচ্ছে না। আপনি সময় নষ্ট না করে যে কোন একটি দক্ষতা বৃদ্ধিমূলক কাজ শিখে ফেলুন যেন আপনি অনলাইনে কাজ করতে পারেন। এখন কিন্তু মানিকগঞ্জেও একটি ভাল ট্রেনিং সেন্টার আছে যারা অল্প টাকায় ট্রেনিং করায় এবং ফ্রিল্যান্সিং করার জন্য যা জানা জরুরী সবই শেখায়। ফেসবুক আইডি: https://www.facebook.com/freelancingschool/ মোবাইল নং: ০১৬৭৯-৪৬২৫৮৪

    ReplyDelete