মানিকগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ১৬৫০টি কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম আকরাম হোসাইন জানান, জেলার ৭টি উপজেলার ৬৫টি ইউনিয়নে একযোগে মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ ৩জন শিক্ষার্থীদের মাঝে এ কোরআন শরিফ বিতরণ করা হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ মোরসাল জানান, জেলায় ৫৫০টি সহজ কোরআন শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের ২০১৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ ১০ জন শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ৫শ’ কোরআন শরিফ বিতরণ করার কথা। কিন্তু মঙ্গলবার ৬৫টি ইউনিয়নে ১৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়। পরববর্তীকালে বাকি ছাত্র-ছাত্রীদের মাঝে ৩ হাজার ৮শ’ ৫০টি কোরআন শরিফ বিতরণ করা হবে।
সংগৃহিত: পূর্বপশ্চিম

0 comments:
Post a Comment