সিঙ্গাইরে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে ৫ পুলিশ আহত, এক ডাকাত গ্রেপ্তার



মানিকগঞ্জের সিঙ্গাইরে ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সুদক্ষীরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় জসিম মোল্লা  (৩৮) নামে  এক ডাকাতকে গ্রেপ্তার, একটি আগ্নেয়াস্ত্র, চারটি হাত-বোমা ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন, সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী সালেহ আহম্মেদ, রাজীব, কনস্টেবল মোঃ আকরাম ও মাসুদ রানা। তাঁদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষীরা এলাকায় ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালালে ডাকাতেরা  তাঁদের উপর বোম নিক্ষেপ ও গুলি চালায়। তখন পুলিশ সদস্যরাও ডাকাতদের লক্ষ করে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় ডাকাতদের ছোড়া বোমা বিস্ফোরণে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ সময় জসিম মোল্লা (৩৮) নামের এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হলে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি এলজি (শার্টার গান) চারটি হাতবোমা, তিনটি ধারালো অস্ত্র ও তিন রাউ- গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের উপর বোমা নিক্ষেপ ও গুলি ছুড়ে ডাকাতরা। পুলিশ পাল্টা জবাব দিলে ডাকাত সদস্য জসিম গুলিবিদ্ধ হন। তাঁর দুই পায়ের হাটু ও ডান হাতে গুলি লাগে। পুলিশী পাহারায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জসিম মোল্লার বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ থানায় একটি হত্যা ও সিঙ্গাইর থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এই ঘটনায় থানার এসআই জহিরুল হক একটি ডাকাতির চেষ্টা, একটি অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অপরটি পুলিশকে মারধরের অভিযোগে পৃথক তিনটি মামলা করেছেন। এসব মামলায় জসিমসহ অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।
সংগৃহিত: বজ্রকন্ঠ
Share on Google Plus

About মানিকগঞ্জ বার্ত

0 comments:

Post a Comment